আলী আরাফাত আটকের পর মিষ্টি নিয়ে থানায় হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৬:২৭ পিএম
হিরো আলম ও মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানালেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই সঙ্গে আরাফতের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেন হিরো আলম।
গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই তিনি জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।
হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।
মিষ্টি নিয়ে থানায় কেনো- এমন প্রশ্নের জবাবে আলম বলেন, ‘আমি জেনেছি আরাফাতকে গুলশান থানায় নেওয়া হয়েছে। তাই থানার সামনে গেয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার কাছে বড় প্রতিবাদ ও অনন্দের বিষয়।’
এদিকে মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে আগামীকাল (বুধবার) কোর্টি গিয়ে মামলা করার কথাও জানান হিরো আলম।