Logo
Logo
×

বিনোদন

অভিনয়ের পারিশ্রমিক এক গ্লাস দুধ আর কলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

অভিনয়ের পারিশ্রমিক এক গ্লাস দুধ আর কলা

ছবি-সংগৃহীত

শোবিজ ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাই রয়েছেন, যাদের অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউ ছোট ছোট কাজ করে চলচ্চিত্র জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আবার কেউ বছরের পর বছর ধরে ছোট ছোট চরিত্রে অভিনয় করে চলেছেন।

রাম লক্ষ্মণ, মোহরা, করণ অর্জুন, জিৎ এবং ‘ত্রিদেব’-এর মতো আইকনিক ছবিতে কাজ করা অভিনেতা গুলশান গ্রোভারের গল্পও অনেকটা একই রকম।

রামলীলা’য় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন গুলশান গ্রোভার।

সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় গুলশান এত নিখুঁতভাবে অভিনয় করেছিলেন যে তাকে বলিউডের ‘ব্যাড ম্যান’ উপাধি দেওয়া হয়েছিল।

তার আত্মজীবনীতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি কিভাবে দিল্লির উপকণ্ঠে রামলীলা দিয়ে অভিনয় শুরু করেছিলেন। গুলশান গ্রোভার তার মায়ের ওড়না দিয়ে একটি পোশাক তৈরি করেছিলেন এবং প্রথমবারের মতো রামলীলায় হনুমানজির সেনাবাহিনীতে এক বানরের ভূমিকায় অভিনয় করেছিলেন। বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে এক গ্লাস দুধ এবং কিছু কলা দেওয়া হয়েছিল।

সেই ছেলেটি যে পরে বলিউডের সবচেয়ে বিখ্যাত খলনায়ক হয়ে ‍উঠবেন তখন আর কে জানতেন। সেই সময় তার বয়স ছিল মাত্র ৫ বছর।

গুলশান গ্রোভারের কাজ রামলীলা কমিটি এতটাই পছন্দ করেছিল যে পরে তিনি এই ধরনের আরো ভূমিকা পেতে শুরু করেন। তিনি আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের সুযোগ পান।

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটও গুলশান গ্রোভারের একজন ভক্ত। মহেশ গুলশান গ্রোভারের কাজের প্রতি নিষ্ঠায় খুব মুগ্ধ হয়েছিলেন। মহেশের মতে, সফল হওয়ার পরও তিনি কাজকে গুরুত্ব দিতেন এবং একজন নবাগত শিল্পীর মতো সব বিষয় কৌতূহল দেখাতেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন