আঁখি আলমগীর ফ্যান পেজ নিয়ে সতর্ক করলেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি-সংগৃহীত
তারকাদের মতো কন্ঠশিল্পী আঁখি আলমগীর সামাজিক মাধ্যম ব্যবহার করেন না তিনি। তবে তার কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল না থাকলেও রয়েছে বহু সক্রিয় ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ। তবে এসবের সঙ্গে আঁখি আলমগীরের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন আঁখি।
এদিকে ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেইজও রয়েছে, যেটির বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেইজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন আঁখি।
ক্ষোভ প্রকাশ করে আঁখি ফেসবুকে লিখেছেন, এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানিনা, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন তা একটু বুঝে পোস্টগুলো করবেন এর পর থেকে।
তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন তবে তার নামে ফ্যান পেইজ চালাবেন না, দয়া করে। উনার নাম এবং ছবি ব্যবহার করে দেশ বিদেশের সব শিল্পীদের খবর তখনি দিবেন যখন তা সম্পূর্ণ ভাবে সঠিক হবে। তবে না দেয়াটাই সমীচীন। এতে সকলের সম্মানহানি হয়, অযথা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ।
তবে সকল শিল্পীর নিউজ দিতে চাইলে পেজ এর নাম অবিলম্বে পরিবর্তন করুন।
তিনি বলেন, এখানে উল্লেখ করা প্রয়োজন, অনেক শিল্পী আছেন যারা নিজের ফ্যান পেজ এর এডমিন দের সাথে সম্পৃক্ততা রাখেন, এক্ষেত্রে সেটা হয়নি, হবেও না । সত্যি কারের ফ্যান হলে আপনাদের দায়বদ্ধতা আছে তো, না কি?



