Logo
Logo
×

বিনোদন

বিটিভির নতুন কুঁড়িতে আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

বিটিভির নতুন কুঁড়িতে আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

বিটিভির নতুন কুঁড়ি প্রচার কৌশল নিয়ে আলোচনা সভা

বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় শিশু-কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে ময়মনসিংহে বিশেষ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার অপরাহ্নে ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান আলোচক বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা বলেন,'নতুন কুঁড়ি' শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়,এটি আমাদের সংস্কৃতি চর্চা ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার এক মহৎ উদ্যোগ। এতে অংশগ্রহণের আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ময়মনসিংহ অঞ্চল থেকে আরো বেশি শিশু-কিশোরের অংশগ্রহণ এ আয়োজনকে আরো সমৃদ্ধ করবে।

'নতুন কুঁড়ি' ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর) অঞ্চল ও বিভাগীয় অডিশন কমিটির আহবায়ক মঈনুর রহমান মোল্লা সভায় 'নতুন কুঁড়ি' বিষয়ে প্রচারের জন্য বিশেষ করে গণযোগাযোগ অধিদফতরের জেলা তথ্য অফিসগুলোকে ধন্যবাদ জানান। পাশাপাশি এসময় প্রচার কাজে মাত্রাযোগের বিভিন্ন কৌশল হিসেবে বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক প্রচার,স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ময়মনসিংহের গণযোগাযোগ এবং তথ্য অধিদপ্তর, বিটিভি, বেতার, শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা বিভাগ, শিশু ও শিল্পকলা একাডেমীর কর্মকর্তাবৃন্দ, বিটিভি সদর দপ্তরের উপপরিচালক (নিরাপত্তা) ও ময়মনসিংহ-২ (জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল) আঞ্চলিক অডিশন কমিটির আহবায়ক তামিমা সুলতানা এবং অনুষ্ঠান প্রযোজক হাসান রিয়াদ,গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন