Logo
Logo
×

বিনোদন

ব্যাচেলর পয়েন্টে ফিরতে পেরে আনন্দিত তৌসিফ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

ব্যাচেলর পয়েন্টে ফিরতে পেরে আনন্দিত তৌসিফ

ছবি : সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের শুরুর দিকে তারকাবহুল এই ধারাবাহিকটিতে নেহাল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। মাঝে তাকে কয়েকটি পর্বে দেখা যায়নি। দর্শক চাহিদায় ফের ধারাবাহিকটিতে যুক্ত হলেন তৌসিফ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয় ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এ থাকছেন এই অভিনেতা।

যুক্ত হয়ে তৌসিফ বলেন, এত নার্ভাস কখনো হইনি। আজ এই মুহূর্তে যেটা লাগছে। ৫ বছর ধরে সবার একটি প্রশ্ন প্রতিদিন শুনতে হয়েছে। দর্শকদের এত ভালোবাসা নেহালকে ফেরত আনতে বাধ্য করেছে। যারা নেহালকে ভুলেনি সবাইকে ধন্যবাদ। আমি নিজেও অপেক্ষা করেছিলাম ফেরার জন্য। এমনভাবেই ফিরতে চেয়েছিলাম।

এই অভিনেতা আরও বলেন, যখন আমি ধারাবাহিকটিতে ছিলাম না তখন অনেক কথা শুনতে হয়েছে। অনেকেই ব্যাচালার পয়েন্ট নিয়ে আমার সামনে নেতিবাচক মন্তব্য করেছে, যা শুনতে খারাপ লেগেছে। তখন কিছু বলতে পারিনি। এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম।

যোগ করে তৌসিফ বলেন, দুই রুম দিয়ে শুটিং শুরু হয়েছিল। সেই ব্যাচলার পয়েন্ট আজ বড় পরিসরে বলতেই ভালো লাগছে৷ আর এই ফেরার অনুভূতি বোঝানো যাবে না। ঈদে বাড়ি ফেরার মতো অনুভুতি ফিরতে পেরে। দীর্ঘ ৫ বছর পর পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দিত।

২০১৮ সালে সম্প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের। এর মধ্যেই নাট্যনির্মাতা কাজল আরিফিন অমি নির্মিত ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রচারে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন