Logo
Logo
×

বিনোদন

বিটিভির নতুন কুঁড়ি সাফল্যের প্রত্যয়ে ময়মনসিংহ

Icon

ময়মনসিংহ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম

বিটিভির নতুন কুঁড়ি সাফল্যের প্রত্যয়ে ময়মনসিংহ

ছবি-যুগের চিন্তা

বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভায় এ আয়োজনকে সফল করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অংশীজনেরা।

রবিবার দুপুরে  ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

সভায় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা হয়। ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মফিদুল আলম বলেন, ময়মনসিংহে অনেক 'ট্যালেন্ট' আছে। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে।  জেলা প্রশাসন এ আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

ময়মনসিংহ জেলা তথ্য অফিস আন্ত:ব্যক্তিক, সামাজিক যোগাযোগ মাধ্যম  এবং সড়ক প্রচারের মাধ্যমে সমগ্র জেলাব্যাপী ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতার মূল প্রচার কাজ বাস্তবায়ন করছে। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, তথ্য অফিস ও শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন