Logo
Logo
×

বিনোদন

ভক্তদের জল্পনা-কল্পনা মিথ্যা প্রমান করলেন গোবিন্দ-সুনীতা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম

ভক্তদের জল্পনা-কল্পনা মিথ্যা প্রমান করলেন গোবিন্দ-সুনীতা

ছবি-সংগৃহীত

গণেশ পূজার দিন সব জল্পনা-কল্পনা ধুলোয় মিশিয়ে একসঙ্গে মঞ্চে হাজির হয়ে গোবিন্দ-সুনীতা জানালেন স্পষ্ট ভাষায়তাদের আলাদা করা কারো পক্ষে সম্ভব নয়।

বলিউডে আচমকাই ছড়িয়ে পড়েছিল গুঞ্জনঅভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভেঙে যাবে, এমন খবর ছড়িয়ে পড়তেই হতাশায় ভুগছিলেন বহু ভক্ত।

পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা দৃঢ় কণ্ঠে বলেন, ‘আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে যেন থাপ্পড় পড়ল। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তবে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে নাভগবানও নয়, শয়তানও নয়। আমার বর শুধুই আমার, গোবিন্দ শুধুই আমার।’

এতেই থেমে থাকেননি তিনি। এ নিয়ে যতক্ষণ না গোবিন্দ নিজে মুখ খোলেন, ততক্ষণ এসব গুজবে বিশ্বাস না করার অনুরোধ করেন সবাইকে।

গোবিন্দ মেয়ে টিনা আহুজাও গুজব উড়িয়ে দিয়ে বলেন, এসব খবর সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয়।

অবশেষে গুঞ্জনের ঝড় থেমে গিয়ে ভক্তদের মুখে ফিরেছে হাসি। ৩৮ বছরের দাম্পত্যকে আবারও শক্ত হাতে ধরে রাখলেন গোবিন্দসুনীতা, প্রমাণ করলেনভালোবাসার কাছে কোনো গুজব টেকে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন