আসছে ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশনে আসছে বিখ্যাত তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’। তুর্কির ঐতিহাসিক এই সিরিজটি এখন দর্শকের কাছে ইতিহাসভিত্তিক এক অনন্য নাট্যরূপ হিসেবে সমাদৃত।
অটোমান সাম্রাজ্যের শেষ যুগে সুলতান আবদুল হামিদ দ্বিতীয়ের শাসনকালকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, বৈদেশিক চক্রান্ত, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সম্রাটের ব্যক্তিজীবনের নানা নাটকীয় মুহূর্ত।

ধারাবাহিকটির মূল কাহিনিতে বিশেষ গুরুত্ব পেয়েছে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রীক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহ। কূটনৈতিক বুদ্ধিমত্তা, দূরদর্শী নেতৃত্ব এবং দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান হামিদ কীভাবে সাম্রাজ্যকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেছিলেন, তারই চিত্রময় উপস্থাপন ঘটেছে এ সিরিজে।

বাংলায় ডাবিং করায় দেশের মানুষ সহজেই এর কাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তুরস্কের প্রখ্যাত অভিনেতা বুলেন্ত ইনাল। অন্যান্য মূখ্য চরিত্রে দেখা যাবে হাকান বয়েভ, ক্যান সিপাহি, ডুয়েগু বুরকান, আলি নূরি তুর্কোগলু, তানের এরতুর্কলার, ইউসুফ আয়তেকিন, জয়নাব ওযানের মতো অভিনয়শিল্পীদের।
জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে আসছে সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে সম্প্রচার করা হবে এই আলোচিত সিরিজ।
উল্লেখ্য, বাংলাভিশনে এটাই প্রথম কোনো তুর্কি সিরিজ প্রচার হতে যাচ্ছে।



