Logo
Logo
×

বিনোদন

তোপের মুখে অবশেষে মুখ খুললেন স্বাধীন খসরু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৪ পিএম

তোপের মুখে অবশেষে মুখ খুললেন স্বাধীন খসরু

বিতর্কিত এক অভিনেতার নাম স্বাধীন খসরু। মাঝেমধ্যেই এই অভিনেতা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। সম্প্রতি তিনি অন্তবর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তুলেছেন। নেটিজেন থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরা তার এ আচরণকে ‘লজ্জাজনক’, ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানসিক বিকারগ্রস্ততার প্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

দিনভর চলা এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্বাধীন খসরু৷ লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অনুশোচনা জানিয়ে তিনি লিখেন, ‘গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানবজাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’

সর্বশেষ তিনি লিখেন, ‘তাতে যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

অন্তবর্তীকালীন সরকারের একজন নারী উপদেষ্টাকে নিয়ে বাজে মন্তব্য করলেও তাকে উদ্দেশ্য করে একটি শব্দ খরচ করেননি স্বাধীন খসরু। তোপের মুখে করেছেন দায়সারা পোস্ট। আর সেখানেই জানান তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

তবুও সমালোচনা পিছু ছাড়ছে এই অভিনেতার। নেট দুনিয়ায় এই ঘটনার ব্যাপক নিন্দার ঝড় বইছে। সাংস্কৃতিক মহল তার এই আচরণ মেনে নিচ্ছে না এবং অভিনেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এবারই প্রথম নয়, এর আগেও স্বাধীন খসরু সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন। ২০২২ সালে রাজধানীর ফার্মগেটের আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে নিয়ে কটূক্তি করেছিলেন তিনি। এ ঘটনায় চলতি বছর নাজমুল তারেক মামলা দায়ের করেন, যেখানে স্বাধীন খসরু এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে এই অভিনেতা লন্ডনে বসবাস করছেন বলে জানা গেছেলম্বা সময় ধরে অভিনয়ে অনিয়মিত তিনি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন