বিচারককে ‘মামু’ সম্বোধন, অক্ষয়-আরশাদকে আদালতে তলব
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
ছবি-সংগৃহীত
আসন্ন বলিউড ছবি ‘জলি এলএলবি ৩’ নিয়ে একদিকে যেমন দর্শকের আগ্রহ বাড়ছে, অন্যদিকে তৈরি হয়েছে আইনি জটিলতা। সিনেমার টিজারে বিচারককে ‘মামু’ বলে সম্বোধন করার কারণে অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন পুনের এক বিচারক।
ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, পুনের আইনজীবী ওয়াজেদ খান বিদকার ও গণেশ মহাসকে আদালতে একটি আবেদন দাখিল করেছেন। তাদের অভিযোগ, সিনেমার ওই সংলাপ বিচার বিভাগকে অবমাননা করেছে এবং আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি ছবির প্রচারে অভিনেতাদের আইনজীবীর ব্যান্ড ব্যবহার করার বিষয়টিকেও মর্যাদাহানিকর বলে দাবি করেছেন তারা।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুনের সিভিল আদালতের বিচারক জে.জি. পাওয়ার অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং ছবির প্রযোজকদের আগামী ২৮ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সিনেমার মুক্তি আটকে দেওয়ার আবেদনও করেছেন আবেদনকারীরা।
‘জলি এলএলবি ৩’-এ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি একসঙ্গে পর্দায় ফিরেছেন। তাদের সঙ্গে রয়েছেন সৌরভ শুক্লা (বিচারক সুন্দরলাল ত্রিপাঠী চরিত্রে), হুমা কুরেশি ও অন্নু কাপুর।
এর আগে সিরিজের প্রথম পর্ব ‘জলি এলএলবি’ (২০১৩)-তে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি ও অমৃতা রাও। আর দ্বিতীয় পর্ব ‘জলি এলএলবি ২’ (২০১৭)-তে ছিলেন অক্ষয় কুমার ও হুমা কুরেশি।
সব কিছু ঠিক থাকলে, আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে আদালতের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে সিনেমার ভবিষ্যৎ।



