Logo
Logo
×

বিনোদন

অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গঠন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম

অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গঠন

ছবি-সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা ও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে উপদেষ্টা করে গঠিত হলো অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

উপদেষ্টা পরিষদে আরও আছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।

পাশাপাশি সাংবাদিক মোস্তফা মতিহারকে সভাপতি ও অভিনেত্রী রুবিনা আলমগীরকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। খুব শিগ্রই জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে।

অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের নানা সংকট তুলে ধরবে এই সংগঠনটি। আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি দেশের নানা সংকট নিয়েও সংগঠনটি কাজ করবে বলে জানান তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন