Logo
Logo
×

বিনোদন

নাটক বেড়েছে কিন্তু মান বাড়েনি: আ খ ম হাসান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম

নাটক বেড়েছে কিন্তু মান বাড়েনি: আ খ ম হাসান

ছবি : সংগৃহীত

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। নানামুখী চরিত্রে অভিনয় করলেও তাকে রম্য চরিত্রে দেখতেই দর্শক বেশি আগ্রহী।

তেমনি একটি হাস্যরসাত্মক গল্পের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। দুই সপ্তাহ আগে শুরু হওয়া ‘শাদী মোবারক’ নাটকে তার সঙ্গে রয়েছেন মোশাররফ করিম ও শামীম জামান। ব্যক্তিজীবনেও তারা ভালো বন্ধু। নতুন ধারাবাহিক নাটকসহ ইন্ডাস্ট্রির বেশকিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

‘শাদী মোবারক’ কেমন সাড়া পাচ্ছে?

অল্প কিছুদিন আগেই তো নাটকটি দর্শক দেখছেন। এই সময়ের মধ্যে ভালো সাড়া পাচ্ছি। অনেকদিন পর আমরা তিনজন একসঙ্গে কাজ করলাম। দর্শক আগের মতই আমাদের নিয়ে। এখন তো টেলিভিশন ছাড়াও আরও বিভিন্ন মাধ্যম এসেছে। সেগুলোতেও ভালো সাড়া পাচ্ছি।

আপনাদের তিন বন্ধুকে এবার দর্শক কীভাবে নিল?

আগে আমরা যারা একসঙ্গে অভিনয় করতাম তাদের এখন একসঙ্গে পাওয়া পাওয়া কঠিন। কারণ, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। তবে একসঙ্গে কাজ না করলেনও আমাদের সম্পর্কে আগের মতোই আছে। অন্য কাজ থাকলেও আমাদের দেখা হয়, কথা হয়। দুই সপ্তাহে যেটা বুঝলাম তাতে, আমাদের নতুন কাজটিও দর্শক দারুণভাবে নিচ্ছে।

অনেকেই বলে নাটক কমে এসেছে। বর্তমানে নাটকের পরিবেশ কেমন দেখছেন?

নাটক কমে এসেছে কি না সেটা জানি না। কারণ, সামগ্রিকভাবে বলাটা কঠিন। তবে নাটক হচ্ছে, প্রতিনিয়ই আমরা শুটিং করছি। কাজের ক্ষেত্রটা ব্যক্তিগতভাবে চলে আসছে। কেউ ব্যক্তিগত ইউটিউবের জন্য কাজ করছে আবার কেউ প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে। আমার মনে হয়, নাটকের সংখ্যা বেড়েছে কিন্তু মান অতটা বাড়েনি।

আগে গ্রামীণ নাটকের দর্শকপ্রিয়তা বেশি ছিল। এখন কী সেরকম আছে?

দেখুন, গ্রামীণ নাটকের দর্শকপ্রিয়তা সব সময়ই ছিল। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। কারণ, শহরের তুলনায় গ্রামে মানুষ কিন্তু অনেক বেশি। মূল কথা হল দর্শকের জীবনমান নিয়ে নাটক বানালেন সেটা তারা গ্রহণ করবেই। আমাদের ‘আলতা সুন্দরী’ ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘হাড় কিপটে’, ‘সাকিন সারিসুরি’ সুপারহিট ছিল। নতুন যে নাটক আমরা করলাম সেটাও তো গ্রামীণ। দর্শক তো সেটা গ্রহণ করছে। এটা নির্ভর করে গল্পের ওপর।

এখন কী মঞ্চে নিয়মিত অভিনয় করেন?

না। এখন মঞ্চে নিয়মিত কাজ করা হয় না। কারণ, টিভি বা ইউটিউব নাটক নিয়ে এখন বেশি ব্যস্ত। তাই চাইলেন মঞ্চে কাজ হয়ে ওঠে না।

অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিকে সিনিয়র শিল্পীদের কদর একটু কম...

এটা নির্ভর করে বিভিন্ন পরিস্থিতির ওপর। বর্তমানে নাটকে বাজেটসহ আরও অনেক বিষয় থাকে। নির্মাতা-প্রযোজকদের যেগুলো নিয়েও ভাবতে হয়। তবে আমার মনে হয় না যে সিনিয়র শিল্পীদের কদর কমেছে। কারণ, অনেক সিনিয়র শিল্পীকে তো কাজ করতে দেখছি। তারা ভালো ভালো কাজই করছে। এখানে কদর কমার কিছু নেই। আমার যাদের সঙ্গে কাজ করি সেখানে সিনিয়রদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা বা অবহেলা আমি কখনো দেখিনি। 

এখন কী কাজ করছেন?

বেশ কয়েকটি নাটক হাতে আছে। এছাড়া ধারাবাহিক নাটকে কাজ করছি। বলা চলে, অভিনয় নিয়েই আছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন