Logo
Logo
×

বিনোদন

হৃতিক-সুজানের ডিভোর্সে ব্যয় ৫২৭ কোটি টাকা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম

হৃতিক-সুজানের ডিভোর্সে ব্যয় ৫২৭ কোটি টাকা!

ছবি- সংগৃহীত

বলিউডে তারকাদের বিচ্ছেদে অর্থ লেনদেন নতুন কিছু নয়, তবে অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের ডিভোর্স বলিউড ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান খান পেয়েছেন প্রায় ৩৮০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা। এই অর্থ নগদ, সম্পত্তি বা বিনিয়োগের মাধ্যমে দেওয়া হয়েছে কিনা—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

হৃতিক রোশন বলিউড নির্মাতা রাকেশ রোশনের ছেলে এবং সুজান খান অভিনেতা সঞ্জয় খানের কন্যা। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব ছিল। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কাহো না প্যায়ার হ্যায় ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক আলোচনায় আসে। চার বছরের প্রেমের পর তারা ২০০০ সালের ২০ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন।

দাম্পত্য জীবনে তাদের দুই পুত্রসন্তান—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)—জন্ম নেয়। তবে ২০১০ সালে কাইটস ছবির শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটলের গুঞ্জন ছড়ায়। শেষ পর্যন্ত ২০১৪ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেন।

বিচ্ছেদের পরও হৃতিক ও সুজান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানদের যৌথভাবে লালন-পালন করছেন। তাদের একসঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যে দেখা যায়।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদ-এর সঙ্গে, আর সুজান সম্পর্কে রয়েছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিক রোশনকে আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়া ওয়ার ২ ছবিতে দেখা যাবে।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন