মিথিলার কন্যা আইরাকে নিয়ে আবেগঘন পোস্ট সৃজিতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম
ছবি-সংগৃহীত
টালিউডের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি সম্প্রতি তার সৎকন্যা আইরার প্রথম মিডিয়া উপস্থিতি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি বিজ্ঞাপনে মা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে একফ্রেমে দেখা গেছে ছোট্ট আইরাকে, যা দেখে সৃজিত নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।
মেয়েকে ‘আমার রকস্টার’ বলে সম্বোধন করে সৃজিত জানান, “দেখতে দেখতে বড় হয়ে গেল। আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে সময় যেন চোখের সামনে উড়ে গেল।”
আইরার সেই বিজ্ঞাপনচিত্রটি সৃজিত নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মা-মেয়ের আন্তরিক উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গেছে।
যদিও মিথিলা ও সৃজিতের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন রয়েছে, তবুও আইরার সঙ্গে সৃজিতের সম্পর্ক বরাবরই গভীর ও স্নেহময়। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভবিষ্যতে নিজের সিনেমায় আইরাকে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে সৃজিত বলেন, “যদি কোনো চরিত্রের সঙ্গে ও মানিয়ে যায়, আমি অবশ্যই ওকে নিতে চাইব।”
২০০৬ সালে গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও মিথিলার সংসারে জন্ম নেয় আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হলেও, তাহসান ও মিথিলা যৌথভাবে মেয়ের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালে মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে, যার মাধ্যমে আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।



