ভালো নেই নুসরাত ফারিয়া, খাচ্ছেন মানসিক অবসাদের ওষুধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
ছবি- সংগৃহীত
দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হলেও, কিছুদিন পর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক চিন্তা-ভাবনার পর আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বন্ধুত্ব ও বোঝাপড়া আগামীতেও বজায় থাকবে।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বাগদান ভাঙার সিদ্ধান্ত ছিল তার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। তার ভাষায়, “আমার পৃথিবী বলতে ছিল মা-বাবা আর রনি। ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক। একসঙ্গে সময় কাটানো, থাকা—সবকিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই এই বিচ্ছেদ আমার কাছে ছিল এক বিশাল মানসিক ধাক্কা।”
ফারিয়া আরও জানান, প্রায় চার বছর ধরে তিনি সাহস সঞ্চয় করছিলেন বিষয়টি প্রকাশ করার জন্য। “১০ বছর কম সময় নয়। এত দীর্ঘ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মানসিক শক্তি লাগে। রনি জানতে চেয়েছিল আমি একসঙ্গে থাকতে চাই কিনা, কিন্তু আমি জানতাম আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই,” বলেন তিনি।
বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি বলেন, “তীব্র অবসাদের কারণে তিন মাস কোনো কাজ করতে পারিনি। এখনও মানসিক চাপ কাটাতে ওষুধ নিচ্ছি। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
তবে এখন ধীরে ধীরে নিজেকে পুনরায় গুছিয়ে নিচ্ছেন এবং পুরনো ছন্দে ফিরে আসছেন এই অভিনেত্রী।



