ছবি- সংগৃহীত
নতুন করে আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি।
সম্প্রতি হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটিয়েছেন। এই অভিযোগের পরপরই রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন। যদিও শুরুতে আলম এ দাবি অস্বীকার করেন, পরে রিয়া মনি সংবাদমাধ্যমে তালাকের নোটিশের ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশ অনুযায়ী, চলতি মাসের ৭ তারিখে রিয়া মনি দুটি কারণ দেখিয়ে স্বামী আশরাফুল হোসেন আলমকে তালাকের নোটিশ পাঠান—একাধিক বিয়ে এবং পারস্পরিক বনিবনা না হওয়া। রিয়া মনি জানান, তিনি ব্যক্তিগতভাবে তালাকের কাগজ হিরো আলমকে দিয়েছেন।
তালাকের বিষয়টি অস্বীকার করে হিরো আলম পাল্টা অভিযোগ করেন, রিয়া মনি তার সঙ্গে প্রতারণা করেছেন এবং ম্যাক্স অভির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
তালাকের ঘোষণার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হিরো আলম। এমনকি আত্মহত্যার সিদ্ধান্তও নেন তিনি। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, “আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা।” তবে শেষ পর্যন্ত সন্তানদের অনুরোধে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, পরিবারের কথা ভেবে তিনি জীবনের পথে ফিরে এসেছেন।
আরএস/



