Logo
Logo
×

বিনোদন

‘ডিয়ার মা’ সিনেমা রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র ও কানাডায়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

‘ডিয়ার মা’ সিনেমা রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র ও কানাডায়

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়ল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় মাত্র ৩ দিনে প্রায় অর্ধশত সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। আর প্রথম দিনের আয় ১১১০০ ডলার। এর আগে, কলকাতার কোনো সিনেমা এত অল্প সময়ে এই গ্রস কালেকশন করতে পারেনি।

সিনেমার বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্ম এর কর্ণধার রাজ হামিদ বলেন, ‘একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে “ডিয়ার মা” দেখার পর একজন দর্শকও মুগ্ধতা ছাড়া কথা বলেননি। এটাই অনিরুদ্ধ রায়ের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর আমি মনে করি বাংলা ভাষার যে কোনো ছবির সাফল্য মানে বাংলা নিয়ে কাজ করা প্রতিটি শিল্পীর জয়।’

জয়া আহসান বলেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী আসলে সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন। তাই তার ছবিগুলো পারিবারিক ও মনস্তাত্বিক। পরিবার নিয়ে ছবি দেখতে আসুন, এই কথাগুলো আমরা সব ছবির ক্ষেত্রে বলতে পারি না। এই ছবির বিশেষত্ব এটাই। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি।’

ডিয়ার মা’ প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এর সংখ্যাটা আরও বাড়বে বলে জানায় বায়োস্কপ ফিল্মস’র কর্ণধার রাজ হামিদ।

বলা দরকার, প্রায় ১০ বছর পর কোনো বাংলা সিনেমা নির্মাণ করলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন