ছবি-সংগৃহীত
নোরা ফাতেহি এই সঙ্গীতচিত্রে শুধু পরিবেশনাই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান তালের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’
বলিউডের আইটেম গানের রানী নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক মিশ্রধর্মী গান ‘ও মামা তেতেমা’-তে। গত ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
গানটি মূলত তানজানিয়ার জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নির ২০১৯ সালের ভাইরাল হিট ‘তেতেমা’-র আধুনিক পুনঃসংগীতায়ন ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।
গানটি —হিন্দি, ইংরেজি ও সাওহিলি এ তিনটি ভাষায় —তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফ্রো-বংগো তালের সঙ্গে বলিউডি আবেদন।
নোরা ফাতেহি এই সঙ্গীতচিত্রে শুধু পরিবেশনাই করেননি, গানটির লেখার ক্ষেত্রেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান তালের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’
নোরা ও রায়ভ্যান্নির নৃত্যাভিনয়-ভিত্তিক পরিবেশনা, রঙিন দৃশ্যপট এবং উদ্দীপনাময় সঙ্গীত এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির সঙ্গীতচিত্র নির্মাণ করেছে ‘দ্য প্লাগস ইউরোপ’ এবং এটি প্রযোজনা করেছে ‘টি-সিরিজ’।
এই গানে শ্রেয়া ঘোষালের অংশগ্রহণও ছিল বিশেষ আকর্ষণ। তার সুমধুর সুর গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংগীত মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন অনেক সংগীতবোদ্ধা।
‘ও মামা তেতেমা’ এখন শুধু একটি গান নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনের একটি দুর্দান্ত উদাহরণ হয়ে উঠেছে।



