Logo
Logo
×

বিনোদন

বিমানবন্দরে গয়নাসহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বশী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৩৬ এএম

বিমানবন্দরে গয়নাসহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বশী

ছবি- সংগৃহীত

অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা সম্প্রতি উইম্বলডন ম্যাচ দেখতে লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে তার হাতে থাকা ‘লাবুবু’ পুতুল লাগানো ব্যাগ এবং কিছু ছবিকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা। তবে এবার সেই আলোচিত ব্যাগ ঘিরেই নতুন বিতর্ক—উর্বশীর দাবি, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তার ব্যাগটি চুরি হয়ে গেছে।

উর্বশীর অভিযোগ অনুযায়ী, ব্যাগটির মধ্যে ছিল প্রায় ৭০ লাখ রুপির গয়না। ব্যাগটি ছিল বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডি’ওর-এর। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উর্বশী লেখেন, “আমি এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী হিসেবে উইম্বলডনে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমার ব্যাগটি গ্যাটউইক এয়ারপোর্টের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়ে গেছে। ব্যাগে ট্যাগ ও টিকিট থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠছে।”

উর্বশী রাউতেলা বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে—কখনও তার পোশাক, কখনও মন্তব্য, আবার কখনও ভাইরাল ভিডিও। এবার দামি গয়না ও ব্যাগ হারিয়ে ফের শিরোনামে উঠে এলেন এই বলিউড তারকা।

চুরি যাওয়া ব্যাগের ঘটনা নিয়ে তদন্ত চলছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে উর্বশীর এই অভিযোগ ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দুটোই বাড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন