দাঁত না মেজে শুটিংয়ে অভিনেতা, অস্বস্তিতে পড়েন বিদ্যা বালান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
ছবি- সংগৃহীত
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া একটি অস্বস্তিকর মুহূর্ত শেয়ার করেছেন। তিনি তুলে ধরেন, কীভাবে ঘনিষ্ঠ দৃশ্যের আগে একজন সহ-অভিনেতার অবহেলার কারণে বিদ্যাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল।
বিদ্যার ভাষায়, “ঘনিষ্ঠ দৃশ্যের শুটে অংশ নেওয়ার আগে ওই অভিনেতা চাইনিজ খাবার খেয়ে এসেছিলেন এবং দাঁতও পরিষ্কার করেননি। আমি মনে মনে ভাবছিলাম, ‘এমন কেউ নেই যে তাকে এসব সম্পর্কে সচেতন করবে?’ আমি তখন নতুন, তাই মুখে কিছু বলার সাহস পাইনি। ভীষণ অস্বস্তি লেগেছিল।”
এই অভিজ্ঞতা থেকে বিদ্যা বালান মনে করেন, স্ক্রিপ্টের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য হলেও, মৌলিক পরিচ্ছন্নতা ও পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত জরুরি।
তবে সব অভিজ্ঞতা এমন ছিল না। তিনি জানান, ‘পরিণীতা’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়। “সঞ্জয় দত্ত নিজেই এসে বলেছিলেন, তিনি একটু নার্ভাস। দৃশ্যটি কীভাবে করবেন, বুঝতে পারছেন না। আমি তো অবাক! এত বড় একজন তারকা, অথচ এত বিনীত!”



