ছবি - ব্ল্যাক সাবাথ ব্যান্ডের কিংবদন্তি গায়ক ওজি অসবোর্ন
গডফাদার অব হেভি মেটালখ্যাত ব্ল্যাক সাবাথ ব্যান্ডের কিংবদন্তি গায়ক ওজি অসবোর্ন আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। খবরটি নিশ্চিত করেছে শিল্পীর পরিবার। খবর হলিউড রিপার্টারের। পারিবারিক বিবৃতিতে বলা হয়, ‘ওজি পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
জন মাইকেল অসবোর্ন ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। অসুস্থতার কারণে ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে বাধ্য হন। বিস্ময়কর তথ্য চুরির দায়ে তিনি কারাবাসও করেন। ১৯৭০-এর দশকে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর প্রধান হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন। প্যারানয়েড, ওয়ার পিগস এবং সাবাথ ব্লাডি সাবাথ-এর মতো গানগুলো তাঁকে ও ব্যান্ডটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।



