ছবি- সংগৃহীত
বলিউড ভাইজান সালমান খান বিগত এক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ক্রমাগত হুমকিতে আতঙ্কিত। এমনকি তার বাড়ির সামনেও গুলি ছোঁড়ার ঘটনাও ঘটেছে, যার ফলে বাড়ানো হয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তা। তবু মনোবল ধরে রাখতে পারছেন না অভিনেতা; নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়েছে আরও।
সর্বশেষ খবর অনুযায়ী, সালমান তার বান্দ্রার বাসার খোলা বারান্দাকে ঘিরে ফেলছেন ভারী সুরক্ষিত কাচ দিয়ে। যেখানে তিনি নিয়মিত ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতেন, সেই জায়গাই এবার রূপ নিচ্ছে নিরাপত্তা বলয়ে। এর আগেই তার জানালায় বসানো হয়েছিল বুলেটপ্রুফ কাচ; বারান্দাও এখন সেই নিরাপত্তার অংশ।
মুম্বাই পুলিশের উদ্বেগ আরও বেড়েছে রাজনীতিবিদ এবং সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের ঘটনায়। ফলে, অভিনেতার নিরাপত্তায় যুক্ত করা হয়েছে ৪০ জনের একটি বিশেষ নিরাপত্তা দল। এর পাশাপাশি সালমান আগেই কিনেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি।
তবে কাচ বসানোর পেছনে সালমান জানিয়েছেন অন্য এক কারণ। তার ভাষায়, ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় অনেক ভক্ত পাইপ বেয়ে উঠে বারান্দায় ঢুকে পড়েন। এমনকি অচেনা মানুষ ঘুমিয়েও পড়েন সেখানে। এর ফলে বাধ্য হয়ে কাচ বসানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
এখন প্রশ্ন উঠে, এটি কি কেবল নিরাপত্তার জন্য নাকি ভয় থেকেই নেওয়া পদক্ষেপ?



