বিমান দুর্ঘটনার পর প্যানিক অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরীমণি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম
ছবি : সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের প্রাণহানি ও অসংখ্য আহতের ঘটনায় গোটা দেশ যখন শোকে স্তব্ধ, সেই ট্রাজেডির অভিঘাতে চিত্রনায়িকা পরীমণি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ জুলাই) ভয়াবহ ওই দুর্ঘটনার পর রাতে পরীমণি প্যানিক অ্যাটাকের শিকার হন এবং তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে পরীমণি জানান, ছোটবেলা থেকেই আগুনের প্রতি তাঁর গভীর ভয় রয়েছে, যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এই ঘটনার পর। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা পরীমণির হাতে ক্যানোলা ও স্যালাইনের টিউব লাগানো, তাঁর পাশে বসে আছেন ছেলে পুণ্য, যাকে পরীমণি বারবার স্পর্শ করে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন।
এক পোস্টে পরী লেখেন, “সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।” আরেক স্ট্যাটাসে জানান, “ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি দেখে আমার ভয়ানক প্যানিক অ্যাটাক হয়! বুকের ভেতর শুধু ধরফর করে। আল্লাহ, সেই মায়েরা কীভাবে এত শোক সহ্য করবে!”
নেটিজেনরা পরীর এই মানসিক ভাঙন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ কমেন্টে লেখেন, “পুণ্যর জন্য হলেও সুস্থ থাকো আপু, ওর আর কে আছে তুমি ছাড়া।”
এই ঘটনায় হাসপাতালের বাইরে, সামাজিক মাধ্যমেও শোক ও সহানুভূতির ঢেউ ছড়িয়ে পড়েছে।



