Logo
Logo
×

বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবে জাফর পানাহিকে ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মাননা

Icon

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

বুসান চলচ্চিত্র উৎসবে জাফর পানাহিকে ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মাননা

ছবি - সংগৃহীত

ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করেছে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বি আই এফএফ)। এশিয়ান সিনেমায় তাঁর গভীর প্রভাব এবং রাজনৈতিক নিপীড়নের মধ্যেও সৃষ্টিশীল প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে ১৭ সেপ্টেম্বর বুসান সিনেমা সেন্টারে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এ বছর ৩০তম বর্ষপূর্তি পালন করছে (বি আই এফএফ। এবারের উৎসবে নতুন একটি প্রতিযোগিতা বিভাগ যুক্ত হচ্ছে। উৎসব চলবে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, আর এশিয়ান কনটেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর, বেক্সকো ভেন্যুতে।

জাফর পানাহি সাহসী নির্মাণশৈলীর জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত। কান, ভেনিস ও বার্লিন-বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন তিন চলচ্চিত্র উৎসব থেকে তিনি সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন। এ বছর কান উৎসবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার জন্য পেয়েছেন পাল্ম দ’ওর, ২০০২ সালে ভেনিসেদ্য সার্কেল’-এর জন্য গোল্ডেন লায়ন, এবং ২০১৫ সালে বার্লিনেট্যাক্সি’-র জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার পান

বিআইএফএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, পানাহির কাজগুলোর মাধ্যমে ব্যক্তিস্বাধীনতা, জীবনের টিকে থাকা এবং রাষ্ট্রীয় সেন্সরের বিরুদ্ধে লড়াই গভীরভাবে ফুটে উঠেছে। যদিও তাঁকে বহুবার গ্রেপ্তার এবং চলচ্চিত্র নির্মাণ ও ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে, তবুও তিনি ইরানে থেকে কঠিন পরিস্থিতির মধ্যেই গোপনে সিনেমা তৈরি করে গেছেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পানাহি বলেন, ‘যখন আমার দেশে সিনেমা বানানো প্রতিদিনই আরও কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয়-সিনেমা এখনও সীমান্ত, ভাষা এবং প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না, বরং তাঁদের পক্ষেও, যারা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও সৃষ্টি করে যাচ্ছেন।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন