ছবি- সংগৃহীত
বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ বর্তমানে অভিনয়ে দারুণ সময় কাটাচ্ছেন। সম্প্রতি ২০ জুন মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’, যেখানে প্রথমবারের মতো আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবিটি বক্স অফিসে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
এবার জেনেলিয়া নতুন এক জুটিতে হাজির হচ্ছেন—প্রথমবারের মতো ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন তিনি ‘গানমাস্টার জি ৯’ নামের একটি সিনেমায়। ছবিটির টাইটেল অ্যানাউন্সমেন্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে একটি মোশন ভিডিওর মাধ্যমে। ছবির নামটি অনুপ্রাণিত হয়েছে ১৯৭৯ সালের মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় স্পাই থ্রিলার ‘সুরক্ষা’ থেকে, যেখানে মিঠুনের চরিত্রটি ‘গানমাস্টার জি ৯’ কোডনেম ব্যবহার করেছিল।
‘গানমাস্টার জি ৯’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি ‘টেবিল নম্বর ২১’, ‘কমান্ডো’ সিরিজ এবং সাম্প্রতিক ওটিটি হিট ‘ব্যাড কপ’-এর জন্য পরিচিত। ছবিতে সংগীত পরিচালনায় ফিরছেন হিমেশ রেশমিয়া, প্রায় ২০ বছর পর আবারও ইমরান হাশমির সিনেমায় কাজ করছেন তিনি। ছবিতে জেনেলিয়া ও ইমরান ছাড়াও থাকছেন অপরশক্তি খুরানা। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, জেনেলিয়ার আরও একটি নতুন ছবি ‘জুনিয়র’ মুক্তি পাচ্ছে এ মাসের ১৮ তারিখে, যেখানে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন।
আরএস/



