Logo
Logo
×

বিনোদন

আলিয়ার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত

Icon

বিনোদন ডেস্ক :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ পিএম

আলিয়ার অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার অভিযুক্ত

ছবি - সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব। এই অভিযোগ উঠেছে তাঁর সাবেক ব্যক্তিগত সচিব বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। সম্প্রতি বেদিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আলিয়া ভাটের ব্যক্তিগত এবং তাঁর প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে। আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৮০ লাখের বেশি অর্থ অবৈধ উপায়ে বেদিকা আত্মসাৎ করেছেন বলে জুহু থানায় অভিযোগ করা হয়েছিল। জুহু পুলিশ এই মামলার তদন্ত করছে। পুলিশ আধিকারিকের বক্তব্য যে তদন্তের মাধ্যমে এই মামলার প্রকৃত ঘটনা বা আরও তথ্য প্রকাশ পাবে।
আলিয়ার মা সোনি রাজদান জুহু থানায় বেদিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। এর প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। আলিয়ার স্বাক্ষর জাল করে ২ বছর ধরে ৮০ লাখের বেশি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়া তাঁর ব্যক্তিগত ও প্রযোজনা সংস্থা–সম্পর্কিত সব বিষয় বেদিকাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বেদিকা নিজের ক্ষমতা ও পদের অপব্যবহার করে আর্থিক তছরুপ করেছেন। এ মামলার বিষয়ে আলিয়ার দল থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।


২০২১ সালে আলিয়া তাঁর প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড’ শুরু করেছিলেন। এই বিটাউন নায়িকা তাঁর ব্যানারের তলায় প্রথম ছবি ‘ডার্লিংস’ নিয়ে এসেছিলেন। তবে প্রযোজনার ক্ষেত্রে আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছিল শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। ‘ডার্লিংস’ ছবিটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এই ছবিতে আলিয়া, শেফালি শাহ, বিজয় ভার্মা মুখ্য ভূমিকায় ছিলেন।


আলিয়া এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘আলফা’-র শুটিংয়ে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী স্পাই ইউনিভার্সের দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘আলফা’ ছবিতে আলিয়ার সঙ্গে আছেন অভিনেত্রী শর্বরী বাগ। ছবিটি চলতি বছরে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে আলিয়া তাঁর স্বামী-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আসতে চলেছেন। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়াও আছেন ভিকি কৌশল। আলিয়ার ঝুলিতে ফারহান আখতারের ‘জি লে যরা’ ছবিটি আছে। এই ছবির অন্য দুই মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফকে। তিন নারীর পথ-ভ্রমণ নিয়ে ফারহান ছবিটি নির্মাণ করবেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন