Logo
Logo
×

বিনোদন

আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন: তানজিন তিশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:১২ এএম

আমারটা ক্যানসেল করিয়ে আমার সহকর্মী দুটি অ্যাওয়ার্ড নেন: তানজিন তিশা

ছবি- সংগৃহীত

নাচ, মডেলিং অভিনয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তানজিন তিশা। কিন্তু তারই এক সিনিয়র সহকর্মীর এক আচরণে বেশ মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন তিশা। 

এক সিনিয়র সহকর্মী তিশার প্রাপ্ত অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন- সম্প্রতি জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক এই শোতে হাজির হয়ে এমনটা জানান তানজিন তিশা।

সেই শোতে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন ‘কোনো সহকর্মীর আচরণে তুমি মর্মাহত হয়েছিলে?’-এমন প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, ‘প্রথমবারের মতো বিষয়টা নিয়ে বলছি। আমার এক সিনিয়র সহকর্মী কোনো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন তাদের বলেছে, তিশা যদি অ্যাওয়ার্ডটা নেয় তাহলে তিনি অ্যাওয়ার্ড নেবেন না। এরপর তিনি আমার অ্যাওয়ার্ডটা ক্যানসেল করিয়েছেন। অনুষ্ঠানের দিন আমাকে ফোন করে জানানো হয় যে, তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ না। এরপর দেখি, ওই দুইটা অ্যাওয়ার্ডই সেই সহকর্মী নিয়েছেন।

এরপর ‘আরেকজনকে বঞ্চিত করে অ্যাওয়ার্ড নেওয়াটা কি ঠিক’—জায়েদ খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে অত্যন্ত বিনয়ের সঙ্গে তানজিন তিশা উত্তর দেন, ‘আমি জানি না। হয়তো তার মনে হয়েছে সে দুটি অ্যাওয়ার্ডই ডিজার্ভ করে, সে নিয়েছে। দ্যাটস ফাইন।’

এরপর তানজিন তিশার ভক্ত ও অনুরাগীরা সবাই বলছেন তিশার সেই সহকর্মী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কারণ এড় আগেও মেহজাবিনের নামে সিন্ডিকেট করে অ্যাওয়ার্ড নেয়ার অভিযোগ উঠে। যদিও এসব অ্যাওয়ার্ডকে পাত্তা দিতে চান না তিশা। তিনি মনোযোগ দিয়ে কাজটাই করে যেতে চান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন