অভিনেত্রী নার্গিস টানা নয় দিন পানি ছাড়া কিছুই খান না

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম
-686953dcc5555.jpg)
ছবি-সংগৃহীত
দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবি দিয়ে আলোচনায় ফিরেছেন অভিনেত্রী নার্গিস টানা নয় দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস ফখরি। ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর আরও কিছু কাজ করলেও মাঝে ব্যক্তিগত কারণে হিন্দি সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্যচর্চা ও ফিটনেস রুটিন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
নার্গিস জানিয়েছেন, তিনি বছরে দুইবার নয় দিন করে উপবাস করেন, আর ওই সময় তাঁর একমাত্র ভরসা পানি।
হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় নার্গিস বলেন,‘বছরে দুইবার আমি উপবাস করি, কোনো খাবার না—শুধু পানি খাই টানা ৯ দিন। এটা খুব কঠিন। কিন্তু একবার শেষ হলে দেখবেন,পুরো লুকই বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে। তবে আমি কাউকে এটা করার পরামর্শ দেব না।’
নার্গিস আরও জানান, শরীরচর্চা বা সুস্থ থাকার জন্য তিনি কখনো শর্টকাটে বিশ্বাস করেন না। নার্গিস জানান,‘হাউসফুল ৫’ সিনেমার সাফল্যের পর আরও বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বাইয়ে থাকবেন। চেষ্টা করবেন হিন্দি সিনেমায় আবার নিয়মিত হওয়ার।