Logo
Logo
×

বিনোদন

তালেবানি কায়দায় ধর্ষকের শাস্তি হোক : অভিনেতা সোহম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ পিএম

তালেবানি কায়দায় ধর্ষকের শাস্তি হোক :  অভিনেতা সোহম

ছবি-সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম বলেন, ধর্ষণ এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।’ 

ধর্ষণের প্রতিবাদে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সম্প্রতি কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সব শ্রেনিপ্রেশার মানুষ। এবার সেই ধর্ষণকাণ্ডে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। একের পর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা।

এদিকে ধর্ষকদের হাত থেকে বাঁচতে নারীদের মার্শাল আর্টে প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তিনি বলেন, ‘নারী নির্যাতনের সমস্ত ঘটনাই কষ্ট দেয়। এই ঘটনাটি সম্পর্কে এখনও পর্যন্ত খুবই অল্প জানি। তবে প্রত্যেক নারীকে সেলফ ডিফেন্স হিসেবে গড়ে তুলতে হবে। নিজের রক্ষা নিজে করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

প্রয়োজনে আমার মেয়েকেও মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হবে।’ 

ধর্ষণের ঘটনা মুখ খুলেছেন অভিনেত্রী সুদেষ্ণা রায়ও। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। কিন্তু পুলিশ দ্রুতই অপরাধীদের ধরেছে সেটা এক দিক থেকে আশার আলো দেখায়। অপরাধীর যেন যোগ্য শাস্তি হয়।

 গতবছরের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন টলিউড তারকারা। এবার কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় প্রতিবাদে আবারও সরব হচ্ছেন অনেক তারকা। সূত্র : অনলাইন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন