Logo
Logo
×

বিনোদন

চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১১:৫৬ পিএম

চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিশোধ করার সময় চেক ডিজঅনারের মামলায় দুইবার সমন জারি করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় গত ২৪ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত।

শনিবার (৩ আগস্ট) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেক ডিজঅনার হওয়ায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ এ মামলা দায়ের করেন। 

এ মামলায় উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৬ অক্টোবর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। তবে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 এদিকে মামলার অভিযোগে বলা হয়, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান, যেটি সারাদেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময়ের মতো আর্থিক লেনদেন করে। মামলার বিবাদী আরিফা পারভিন জামান মৌসুমীকে অভিযোগকারী ঋণ দেন। কিন্তু মৌসুমি ঋণের শর্ত না মেনে অনিয়মিতভাবে কিস্তি দিতেন। 

পরে মৌসুমীকে একাধিকবার সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে বলা হয়। বকেয়া ঋণের আংশিক দায় মেটাতে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর মৌসুমী নিজের অ্যাকাউন্ট থেকে বাদীর অ্যাকাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা হস্তান্তর করেছে। সিটি ব্যাংকে সংরক্ষিত চেকটির নম্বর ৮৩৭৮৮৩২। কিন্তু গত বছরের ১৩ সেপ্টেম্বর গুলশানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চেকটি দেখানো হলে ব্যাংক জানায় চেকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা নেই।

 মামলায় আরও বলা হয়, এরপর মৌসুমীকে আইন অনসুারে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ দিতে বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তিনি ২০২৩ সালের ১১ নভেম্বরের মধ্যে চেকের অর্থ দিতে ব্যর্থ হন। এ জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর হাজির হওয়ার জন্য মৌসুমীর গুলশান-১ ও বসুন্ধরা আবাসিকের বাসায় আদালত থেকে দুইবার সমন পাঠানো হয়। তবুও হাজির না হওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন