ছবি- সংগৃহীত
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল, সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, তার গলব্লাডারে অপারেশনের পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু পিয়া জান্নাতুলের। ২০০৮ সালে র্যাম্প মডেলিংয়ে নাম লেখান তিনি। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়ার। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
আরএস/



