ছবি- সংগৃহীত
বলিউডের কিং খান শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সম্প্রতি আলোচনায় এসেছে বেআইনি সংস্কারের অভিযোগে। কঙ্গনা রানাওয়াত, অমিতাভ বচ্চন ও মিঠুন চক্রবর্তীর পর এবার মুম্বাই পৌরসভার নজরে পড়েছেন শাহরুখ।
গত কয়েক মাস ধরে ‘মান্নাত’-এ রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ চলছিল, যার কারণে শাহরুখ ও তার পরিবার সাময়িকভাবে অন্যত্র বাস করছেন। তবে অভিযোগ উঠেছে, উপকূলীয় অঞ্চলের বিধিনিষেধ লঙ্ঘন করে বাংলোর কিছু অংশে নির্মাণকাজ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা আইনের আওতায় এই ধরনের এলাকায় নির্মাণে বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
এই প্রেক্ষিতে গত ২০ জুন পরিবেশ দপ্তর ও মুম্বাই পৌরসভার একটি যৌথ দল ‘মান্নাত’ পরিদর্শনে যায়। বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিদর্শনের পর একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
অন্যদিকে, শাহরুখ খানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার ব্যবস্থাপক পূজা দাদলানি জানিয়েছেন, “কোনো অভিযোগ নেই। সব কাজই নিয়ম মেনেই হচ্ছে”। জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমতিপত্র ও নথিপত্র জমা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
এই মুহূর্তে শাহরুখ ও তার পরিবার মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন, যতদিন না ‘মান্নাত’-এর সংস্কারকাজ শেষ হয়।



