ছবি- সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর শেয়ার করেছেন তিনি।
শনিবার রাতে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করেন স্বাগতা। ক্যাপশনে লিখেছেন, “এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।” যদিও তিনি মেয়ের মুখ এখনো প্রকাশ করেননি।
জানা গেছে, স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে মাস দুয়েক আগে থাইল্যান্ডে যান স্বাগতা। দেশে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেওয়ায় তিনি থাইল্যান্ডে সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বাগতা। এক বছর পার না হতেই তাদের সংসারে এলো নতুন অতিথি—মরিয়ম।
আরএস/



