স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দর স্ত্রী, বিচ্ছেদের গুঞ্জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি- সংগৃহীত
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতার বৈবাহিক জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। দীর্ঘ ৩৭ বছরের বিবাহিত জীবনে নানা চ্যালেঞ্জ পেরিয়ে এলেও সম্প্রতি আবারো আলোচনা তৈরি হয়েছে তাদের বিচ্ছেদ হচ্ছে।
এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনস্টাগ্রামে সুনীতার নাম পরিবর্তন। আগে যেখানে ‘সুনীতা আহুজা’ নামটি দেখা যেত, এখন তা দেখা যাচ্ছে ‘এসসুনীতা’ নামে। নাম থেকে স্বামীর পদবি বাদ দেওয়াকে কেন্দ্র করেই আবারো বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়।
এক সাক্ষাৎকারে সুনীতা বলেন , এই পরিবর্তন আসলে নিতান্তই সংখ্যাতত্ত্বের কারণে, এবং এটি তিনি করেছিলেন এক বছর আগেই। নাম পরিবর্তনের উদ্দেশ্য ছিল খ্যাতি অর্জন করা। যদিও ‘আহুজা’ পদবি ইনস্টাগ্রাম থেকে বাদ গেলেও, বাস্তব জীবনে তা বজায় আছে বলেই জানিয়েছেন সুনীতা।
এর আগে এক বক্তব্যে সুনীতা বলেছিলেন, “আমরা যদি কখনো বিচ্ছেদের সিদ্ধান্ত নিই, সেটা নিজেরাই জানাব। তবে এখন এমন কিছু ভাবতেই পারি না। গোবিন্দ আমার ছাড়া বাঁচবে না, আমিও তার ছাড়া বাঁচতে পারব না।”
আরএস/



