Logo
Logo
×

শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে ফ্রেশার্স রিসিপশন ও ইইই ডে-২০২৫ অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:৫২ পিএম

উত্তরা ইউনিভার্সিটিতে ফ্রেশার্স রিসিপশন ও ইইই ডে-২০২৫ অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইইই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফ্রেশার্স রিসিপশন ও ইইই ডে-২০২৫’। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং সামাজিক সম্পৃক্ততার চেতনায় অনুপ্রাণিত করতে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ মে) ইইই বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ছিল এক উষ্ণ ও প্রাণবন্ত ওরিয়েন্টেশন প্রগ্রাম। যেখানে উত্তরা ইউনিভার্সিটির প্রশাসনিক ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশা ব্যক্ত করে উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘সততা ও আজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে। তবেই জীবনে দ্রুত সফলতা আসবে ও উন্নতি ঘটবে।’

ইইই বিভাগের চেয়ারম্যান ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মো. শাকাওয়াত জামান সরকার নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় শুভেচ্ছা জানান ও একাডেমিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিয়মনীতি ও নৈতিক কাঠামোর কথা তুলে ধরেন।

সর্বশেষে, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মির্জা গোলাম রাব্বানী প্রকৌশলী হিসেবে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। মূল অনুষ্ঠান উদ্বোধন করেন ইইই সোসাইটির সভাপতি ও ইইই বিভাগের প্রভাষক  জিয়াদ বিন আসাদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলীর পরিচালিত প্রযুক্তিনির্ভর টক সেশন। আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান ও সিইও হিসেবে তিনি এক উদ্দীপনামূলক ও ইন্টারঅ্যাকটিভ টেক সেমিনারে বৈশ্বিক প্রকৌশল ক্ষেত্রের বাস্তবচিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ালটন লিফট বিডি-এর সিনিয়র নির্বাহী পরিচালক অরুন কুমার পাল ও সেফগার্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাত জোয়ারদার।

এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতিক্ষীত প্রজেক্ট শোকেসিং এবং রোবো সকার প্রতিযোগিতা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিক্ষার্থীদের গানে, নৃত্যে এবং মনোমুগ্ধকর পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত ক্যাম্পাস। সমাপনী বক্তব্যে ড. মো. শাকাওয়াত জামান সরকার সবাইকে ধন্যবাদ জানান। ওয়ালটন লিফট-এর সৌজন্যে ও সেফগার্ডের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন