১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম
ফাইল ফটো
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানানো হবে।
অন্যদিকে আগামী ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি (রুটিন) অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে ১৮ জুলাই দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২১, ২৩ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।