Logo
Logo
×

শিক্ষা

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:৩৪ পিএম

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।  

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ ঘোষণা দেন।  

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্বিচারে পুলিশ হামলা চালানো হয়েছে, যা অন্যায় ও অরাজকতার বহিঃপ্রকাশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা বা পরীক্ষা কার্যক্রম চলবে না বলে তিনি জানান।  

এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন—“আবাসন চাই, বঞ্চনা নয়”, “বাজেট কাটছাঁট চলবে না”, “হামলার বিচার চাই” ইত্যাদি।  

গত ২৪ ঘণ্টা ধরে শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্লান্তি সত্ত্বেও কেউ আন্দোলন থেকে সরেননি। কেউ কেউ রাস্তায় রাত কাটিয়ে সকালেও অবস্থান করছেন।  

শিক্ষার্থীদের চার দফা দাবি—  

১. ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু  

২. বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও কাটছাঁট বন্ধ  

৩. দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন ও একনেক সভায় অনুমোদন  

৪. ১৪ মে পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা  

এর আগে (১৪ মে) শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ শুরু করেন। গুলিস্তান, মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে এলে পুলিশের টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড হামলা হয়। এরপর গরম পানি ছুড়ে ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।  

পরে রাতে প্রধান উপদেষ্টা মাহফুজ শিক্ষার্থীদের সামনে ব্রিফিং দিতে আসেন, তবে তার বক্তব্যে শিক্ষার্থীরা অসন্তুষ্ট হয়ে "ভুয়া ভুয়া" স্লোগান দেন। একপর্যায়ে এক আন্দোলনকারী বোতল ছুড়ে মারলে তিনি রাগ করে চলে যান।  

অসন্তুষ্ট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এখনো কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন