Logo
Logo
×

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিন শীর্ষ প্রশাসককে অব্যাহতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৩৫ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিন শীর্ষ প্রশাসককে অব্যাহতি

ছবি : সংগৃহীত

টানা শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদন গৃহীত হওয়ার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ মে) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৬ মে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক অনিয়ম এবং আইন লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমিশনের পূর্বানুমতি ছাড়া পিএ-টু-ডিসি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। এছাড়া সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই রেজিস্ট্রার মনিরুল ইসলামের অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে পুনর্বহাল করা হয়, এবং উপাচার্য নিজেই অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেন—যা 'বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬'-এর ১১ ধারা অনুযায়ী সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য।

প্রতিবেদনে আরও বলা হয়, উপাচার্যের প্রশাসনিক দক্ষতার ঘাটতি রয়েছে এবং তিনি আইন-কানুন যথাযথভাবে মানতে ব্যর্থ হয়েছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ দাবিতে লাগাতার আন্দোলনে যুক্ত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেন। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা একাত্মতা প্রকাশ করলে প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া এই পদক্ষেপ বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক নতুন প্রশাসনিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন