বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৩৫ পিএম
বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের মূল ফটক বন্ধ করে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে দাবিপূরণে আন্দোলন করছিলেন তারা। কিন্তু এ সময় কিছু শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী তাদের ওপর শারীরিকভাবে হামলা করেন, এতে কয়েকজন আহত হন।
অন্যদিকে শিক্ষকদের দাবি, কলেজে প্রবেশের সময় শিক্ষার্থীরা তাদের বাধা দেয় এবং একজন শিক্ষক লাঞ্ছনার শিকার হন।
এ ঘটনার জেরে কলেজের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এখনো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।



