Logo
Logo
×

শিক্ষা

শিক্ষকদের পদত্যাগের জেরে ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৮ এএম

শিক্ষকদের পদত্যাগের জেরে ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান ইউআইইউর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডিনসহ মোট ১১ জন প্রশাসনিক কর্মকর্তার একযোগে পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে সোমবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানায়, নতুন উপাচার্য ও বিভাগীয় প্রধানদের নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া অন্য শিক্ষকদের পদত্যাগ চান না। তারা বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারেরও দাবি জানান।

প্রসঙ্গত, গত শনিবার (২৬ এপ্রিল) ইউআইইউর উপাচার্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বোর্ড অব ট্রাস্টিজের কাছে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, কিছু শিক্ষার্থীর অসৌজন্যমূলক আচরণ ও অসম্মানজনক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন।

এরপর একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান এবং পরিচালকরাও তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন