Logo
Logo
×

শিক্ষা

শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম

শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুরোধে সাড়া দেননি।

বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটির ওপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অবস্থানে থাকা ৩২ শিক্ষার্থীর মধ্যে আরও ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন, এ নিয়ে মোট ৯ জন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ, স্লোগান ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

শিক্ষা উপদেষ্টার পাশাপাশি খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকও শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে।

উল্লেখ্য, ১৩ এপ্রিল থেকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৫ এপ্রিল তারা হলের তালা ভেঙে প্রবেশ করেন, তবে প্রশাসন তাদের দাবি মেনে না নেওয়ায় ২১ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেন। এর আগে সংঘর্ষ ও ছাত্ররাজনীতি বিরোধী দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং শতাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি মোকাবেলায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ছাড়া আন্দোলন বন্ধ করবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বারবার আহ্বান জানানো হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন