Logo
Logo
×

শিক্ষা

তালা ভেঙে হলে প্রবেশ আইনবিরুদ্ধ : কুয়েট প্রশাসন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৪০ পিএম

তালা ভেঙে হলে প্রবেশ আইনবিরুদ্ধ : কুয়েট প্রশাসন

ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ করা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কুয়েটের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সামাজিক মাধ্যমে যেসব তালিকা ঘুরছে তা বিভ্রান্তিকর, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিযুক্তদের কোনো নাম প্রকাশ করেনি। তাই শিক্ষার্থীদের এসব গুজব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২ মে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে, এর আগেই কিছু শিক্ষার্থী জোরপূর্বক তালা ভেঙে হলে প্রবেশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের চরম লঙ্ঘন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়, তারা যেন বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও দেশের প্রচলিত আইন অনুসরণ করে এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।

এছাড়া শিক্ষার্থীদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করারও পরামর্শ দেওয়া হয়, যাতে কুয়েটের শিক্ষাব্যবস্থা ও পরিবেশ আরও উন্নত ও স্থিতিশীল হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন