Logo
Logo
×

শিক্ষা

প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পিএম

প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশে ৩ হাজার ৮১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে জন্য আমার সহকর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, শেষ দিন পর্যন্ত এই সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে যেসব উৎস থেকে প্রশ্নফাঁস হয়েছে, সেগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও যেন না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মীয় সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে তিনি জানান, একটি পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ইস্টারের পরদিন পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। শিক্ষার্থীরা অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয়। গুজবে বিভ্রান্ত হয়ে তারা যাতে মানসিক চাপে না পড়ে, সে বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আজ শিক্ষার্থীদের যেমন পরীক্ষা শুরু হলো, তেমনি এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করাও আমাদের একটি বড় পরীক্ষা।

রাই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন