Logo
Logo
×

শিক্ষা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ছবি- সংগ্রহীত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বাড্ডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরাআজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।

তারা বলেন, আমেরিকার মত যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, গাজায় যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এর প্রতিবাদে আজ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন