
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পিএম
৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

ফাইল ছবি
ঈদের ছুটি শেষে ৮ এপ্রিল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, যেখানে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অংশ নেবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩৭৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।
পরীক্ষা ঘিরে একাধিক চ্যালেঞ্জ
প্রাকৃতিক দুর্যোগ: এপ্রিল-মে মাসে কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড গরম পরীক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। নতুন প্রশাসন: সব বোর্ডেই নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক থাকায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি: পুলিশ ও র্যাবের সংকট থাকলেও সেনাবাহিনী মাঠে থাকবে, বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রশ্নফাঁসের গুজব: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা প্রশাসন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জানিয়েছেন, যদি গুরুতর প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তাহলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে জুনে এইচএসসি পরীক্ষা থাকায় এসএসসি যথাসময়ে শেষ করাটাই প্রধান লক্ষ্য।