Logo
Logo
×

শিক্ষা

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, শাস্তির মুখে ২৮৯ শিক্ষার্থী

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

জাবির ৯ শিক্ষক বহিষ্কার, শাস্তির মুখে ২৮৯ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে, সাবেক উপাচার্য মো. নূরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিলসহ ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে সিন্ডিকেট সভা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো অধ্যয়নরত, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের সনদ স্থগিত রাখা হবে, আর যাদের পরীক্ষা ও ভাইভা শেষ হয়েছে, তাদের ফলাফল স্থগিত থাকবে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একইসঙ্গে, ১৫ জুলাইয়ের রাতকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালোরাত’ ঘোষণা করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিন্ডিকেট এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন