
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৮:২০ এএম
ধর্ষণের বিরুদ্ধে জবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:১৩ পিএম

ছবি : সংগৃহীত
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি পুরান ঢাকার তাঁতীবাজার মোড় ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীসহ অসংখ্য ছাত্রী অংশ নেন এবং ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, যেমন— "ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু"; "আমার বোনের কান্না, আর না আর না"; "জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস"।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, "নারীদের সামাজিকভাবে অবমূল্যায়ন এবং অব্যাহত ধর্ষণের ঘটনায় আমরা প্রতিবাদ জানাতে এখানে একত্রিত হয়েছি। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে। আমরা চাই ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা হোক।"
শিক্ষার্থী কাজী তামান্না বলেন, "নারীরা আজ কোথাও নিরাপদ নয়। ঘরে-বাইরে সর্বত্র ভয় বিরাজ করছে। ফেসবুক-মিডিয়া খুললেই শুধু ধর্ষণের খবর দেখা যায়। ধর্ষণ এখন সংক্রমণ ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। তাই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করলে এই অপরাধ কমতে পারে।"
অপর এক শিক্ষার্থী ফয়জুন তানহা বলেন, "আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেশে ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটছে। কঠোর শাস্তি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।"
শিক্ষার্থীরা সরকারের কাছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, কঠোর আইন প্রয়োগ ও সমাজে ধর্ষকদের বয়কটের দাবি জানান। তাদের মতে, কেবল কঠোর পদক্ষেপই এই অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে।