
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৮:১৯ এএম
৪০ বছর পর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির স্বপ্ন পূরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত
দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রথম ধাপে দেশের ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষক এমপিওভুক্ত হতে যাচ্ছেন। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার (৫ মার্চ) তাদের এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে স্বাক্ষর করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্তির কাজ চলছিল। বিদায়ী শিক্ষা উপদেষ্টার স্বাক্ষরের পর এখন ফাইল প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই মে মাস থেকে শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন।
বিদায়ী বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম প্রায় একই হলেও শিক্ষকদের মধ্যে বৈষম্য ছিল। সরকারি স্কুলের শিক্ষকরা শতভাগ সরকারি সুযোগ পেলেও ইবতেদায়ী শিক্ষকরা নামমাত্র অনুদান পেতেন। এই বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর এবারই প্রথম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্ত হচ্ছেন। প্রথম ধাপে নিবন্ধিত ১ হাজার ৫১৯টি মাদ্রাসার শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে ৬ হাজার ৯৯৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। আরও ৫ হাজার মাদ্রাসার নিবন্ধন থাকলেও প্রথম ধাপে ইআইআইএনধারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিওভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শিক্ষকরা এ সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে।