
প্রিন্ট: ১৪ মার্চ ২০২৫, ০৫:৪৭ এএম
অনশন ও আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

ছবি : সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলন ও অনশন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে তারা এই সিদ্ধান্ত নেন।
সরকার আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ সময় কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
এর আগে, দাবি আদায়ে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেন, যার ফলে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার রেল যোগাযোগ ব্যাহত হয়। নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উল্টোপথে ফিরে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে ট্রেন থামানোর ব্যবস্থা নেন।
প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন। মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান এবং ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করা হয়। বিষয়টি পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করলেও ইতিবাচক অগ্রগতি না পেয়ে গত ২৯ জানুয়ারি শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেন।
সরকারের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন আপাতত স্থগিত হলেও শিক্ষার্থীরা দাবি আদায়ে প্রয়োজনে আবারও কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।