Logo
Logo
×

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের ভ‌র্তি প‌রীক্ষায় মু‌ক্তিযোদ্ধার নাতি-নাত‌নি কোটা বাতিল

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা বাদ দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এই পরিবর্তনকে যৌক্তিক সংস্কার হিসেবে দেখছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপাচার্য এ কথা বলেন।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

এদিন ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে।

ঢাকা এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৪ জন। এছাড়া বিভাগীয় শহরগুলোতে পরীক্ষায় অংশ নেন ৫৪ হাজার ৪৯৬ জন।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের জন্য ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন শিক্ষার্থী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন